• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিমুলিয়া ঘাটে ৩ কি.মি. যানজট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কে মেরামত কাজ, তিন দিনের ছুটি ও শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে আট ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বৃহস্পতিবার বিকেলে সরজমিনে শিমুলিয়া ঘাটে দেখা যায়, হাজারো দক্ষিণবঙ্গগামী যাত্রী লঞ্চ সিবোট ঘাটে ভিড় জমিয়েছে পারাপারের জন্য। কার আগে কে লঞ্চ বা সিবোটে উঠবে এ নিয়ে হুড়োহুড়ি পড়েছে যাত্রীদের মধ্যে। তিন কি.মি. দূরে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানজট থাকায় যাত্রীরা বাস থেকে সেখানে নেমে পায়ে হেঁটে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। শিশু-বৃদ্ধ ও মহিলা যাত্রীরা শিকার হন অবর্ণনীয় দুর্ভোগের। ঘাটে আটকা পড়ে এ্যাম্বুলন্সসহ জরুরী সার্ভিসের গাড়িও।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরমান হোসেন জানান, ‘বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট এলাকায় গাড়ির দীর্ঘ সারি ও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি চাপ দেখা যাচ্ছিল।মহাসড়কে মেরামত কাজ, তিন দিনের ছুটি ও ঘন কুয়াশার কারণে আট ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যায়। ফেরি বন্ধ থাকায় ঘাট থেকে গাড়ি পার হতে না পারায় দীর্ঘ লাইন দেখা দেয়। এ সময় শিমুলিয়া ঘাট থেকে যানজট ছড়িয়ে পড়ে ৩ কি. মি. দূরে মাওয়া চৌরাস্তা পর্যন্ত। এছাড়া মাওয়া চৌরাস্তা থেকে দোগাছি পর্যন্ত গাড়ির ধীরগতি চলাচল ছিল।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ শাহ মো. বরকত উল্লাহ বলেন, ‘বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। এছাড়া বুধবার দিবাগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকায় বাড়তি চাপ পড়ে ঘাট এলাকায়। এতে ঘাট এলাকায় দেখা দেয় যানজট।’

বৃহস্পতিবার সকালের দিকে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের কবলে পড়ে যাত্রীরা। যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষার পর অনেককে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিতে দেখা গেছে। এ সময় শিশু-বুদ্ধা ও মহিলা যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। যানজটে আটকা পড়ে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা ফেরি পারাপারে অপেক্ষায় থেকে চোরম ভোগান্তি পোহাতে দেখা গেছে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ