• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

একুশে বইমেলায় সাড়া জাগালো ওমর শাহ’র ‘যে জীবন আসমানের’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

চলছে একুশে বইমেলা-২০১৯। বইমেলা বইপ্রেমীদের মিলনমেলা, প্রাণের মেলা। এবারের মেলায় সাড়া জাগিয়েছে জনপ্রিয় লেখক ও সম্পাদক ওমর শাহ’র ‘যে জীবন আসমানের’। পাঠকমহলে সমাদৃত বইটি অনেক গল্প উপন্যাসকেও ছাপিয়ে রয়েছে বিক্রয় তালিকার শীর্ষে।

সাতপ্যাঁচে জড়িয়ে যারা ইসলামকে জানতে আগ্রহী নন, তাদের জন্যই লেখা ‘যে জীবন আসমানের’। সব ধরনের জটিলতা এড়িয়ে তিনি ইসলামকে সরল সাবলীল ভাষার উপস্থাপন করেছেন। ‘যে জীবন আসমানে’র বইটিতে চল্লিশটির মতো বিষয় স্থান পেয়েছে যেমন- ঈমানের সম্পদে সাজাও জীবন!, মন এক দেহঘরি, মনের ঘরে শান্তি পেতে, যিকিরে আত্মার শান্তি, ,সমালোচনা থেকে আত্মসমালোচনাই উত্তম, মন রাখুন ইতিবাচক, হিংসায় কর্ম নষ্ট হয়, অপচয় রিজিক কমিয়ে দেয়, সময় গেলে সাধন হবে না, ঘরের দেয়ালে চিত্রশিল্প : কী বলে ইসলাম, ওরাল সেক্স  ও ইসলাম, কবিতা আবৃত্তি হারাম নয়, ভ্রমণে খুঁজুন স্রষ্টাকে। এছাড়াও রয়েছে চমৎকার সব বিষয়। বইটি হাতে নিলে ইসলামকে নতুনভাবে জানতে আগ্রহী হয়ে উঠছেন সাধারণ মহল। পত্র-পত্রিকায় তরুণ লিখিয়েদের জন্যও বইটি হবে পথ নির্দেশক। ওমর শাহ’র ঝরঝরা গদ্য ও শৈল্পিক বর্ণনায়ও তরুণদের কাছে বইটি জনপ্রিয় হয়ে উঠেছে।

বইটি সম্পর্কে লেখক এ প্রতিবেদককে বলেন, এ দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষদের ইসলামের প্রতি আবেগ ও ভালোবাসাকে উপলব্ধি করেই বইটি লেখায় হাত দিয়েছি। বাংলায় ভাষায় ইসলাম নিয়ে অগণিত বই রচনা হলেও সুশীল সমাজের কাছে এসব বই নানা সীমাবদ্ধতার কারণে সহজেই পৌঁছতে পারে না। নানা অজুহাতে ইসলামি প্রকাশনাগুলোও বইমেলায় স্থান পায় না। যার কারণে মানুষ বইমেলার বই বলতে গল্প উপন্যাস ও কবিতাকেই বুঝে। ইসলামকে লিখনির মাধ্যমে মানুষের দৌড় গোড়ায় পৌঁছানের জন্য আমি বইমেলাকেন্দ্রিক প্রকাশনাগুলোর কাছে গিয়েছি। তারাও ব্যাপক উৎসাহ নিয়ে এ বইটি প্রকাশে উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ! ইতোমধ্যেই বইটি সাড়া পড়েছে সাধারণ পাঠক মহলে। ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে বাংলা ভাষায় আমাদের আরও কাজ করতে হবে। আলেম লিখিয়েরা মেলাকেন্দ্রিক লেখালেখি করলে একুশে বইমেলা একদিন ধর্মীয় বইয়েরও জয়জয়কার হবে বলে আমার বিশ্বাস।

একুশে গ্রন্থমেলার ওমর শাহর ‘যে জীবন আসমানের’ বইটি পরিবেশনা করছে বাংলার প্রকাশন-৪২৮ নাম্বার স্টল। পাচ্ছেন অনলাইন বুকশপ রকমারি, সালামবিডি, শব্দালয়, নেয়ামহ ও আসলাফসহ সকল শপে। বইট সরাসরি অর্ডার দিতে কল করুন ০১৫১১৮০৮৯০০

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ