• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মার্ক জাকারবার্গকে পদত্যাগের চাপ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৮  

ফেসবুক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ওপর পদত্যাগের চাপ এসেছে। সামাজিক যোগাযোগের এই মাধ্যমটিতে যার বিনিয়োগকারী তারা জাকারবার্গের ওপর এমন চাপ বৃদ্ধি করেছেন। নিউ ইয়র্ক টাইমসে একটি রিপোর্ট প্রকাশ হয় সম্প্রতি। তাতে বলা হয়, একজন রিপাবলিকান রাজনীতিকের মালিকানাধীন রাজনৈতিক পরামর্শক ও পিআর প্রতিষ্ঠানকে ভাড়া করেছে ফেসবুক। এমন কথা প্রকাশ হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি প্রকাশ পায়। 
ফেকবুকের বড় একটি অংশের শেয়ারের মালিক ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রোন। শনিবার দ্য গার্ডিয়ান খবর দিয়েছে যে, তিনি নিউ ইয়র্ক টাইমসের ওই রিপোর্টের পর পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদ ত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্ক জাকারবার্গকে। বিশেষ এক রকম তুষারকণার মতো আচরণ করতে ফেসবুক।

তবে এটা কোনো তুষারকণা নয়। এটি একটি কোম্পানি। তাই কোম্পানির উচিত চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার পদ আলাদা করা। 
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ওয়াশিংটন ডিসিভিত্তিক রিপাবলিকানদের প্রতিষ্ঠান ডিফাইনারস পাবলিক অ্যাফেয়ার্সকে ভাড়া করেছে ফেসবুক। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ