• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লঞ্চের আগেই ফাঁস হল Redmi 9-এর স্পেসিফিকেশন!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-এর পরবর্তী স্মার্টফোন Redmi 9 লঞ্চ হতে এখনও ঢেড় দেরি আছে। কারণ, ২০২০ সালের মার্চ মাসের আগে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। তার আগেই জানা গেল Redmi 9-এর স্পেসিফিকেশন।

সম্প্রতি 91Mobiles পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Redmi 9-এ থাকবে MediaTek G70 চিপসেট। জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে অন্তত ৪ জিবি RAM আর সঙ্গে থাকবে ৬৪ জিবি স্টোরেজ।

চলতি বছরের অক্টোবর মাসেই লঞ্চ হয়েছে Redmi 8। ওই ফোনে রয়েছে Snapdragon 439 চিপসেট, ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওই ফোনেরই আপডেট ভার্সান হিসাবে লঞ্চ করতে চলেছে Redmi 9। তবে এখনও এই ফোনের ব্যাটারি, ক্যামেরা বা অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ