• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বালবির্নির ঝড়ো শতকে আইরিশদের সংগ্রহ ৩২৭

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ মে ২০১৯  

ত্রিদেশীয় সিরিজে ক্যারিবিয়দের বিপক্ষে পরের দেখাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইরিশরা। পয়েন্ট তালিকার তলানীতে থাকা আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দিয়েছে ৩২৮ রানের। বালবির্নির সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩২৭ রান তুলেছে আয়ারল্যান্ড। আগের ম্যাচে এই ওয়েস্ট ইন্ডিজই আইরিশ বোলারদের তুলোধুনো করে ৩ উইকেটে ৩৮১ রান তুলেছিল।

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবির্নি ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিন নম্বরে নেমে ১২৪ বলে ১১টি চার আর চারটি ছক্কায় তিনি করেন ১৩৫ রান। ওপেনার ম্যাককোলাম ব্যক্তিগত ৫ রানে বিদায় নেন। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর বালবির্নি এবং ওপেনার পল স্টার্লিং দলকে টেনে নিয়ে যান। দলীয় ১৬৫ রানের মাথায় বিদায় নেন স্টার্লিং। তার আগে ৯৮ বলে ৮টি চার আর দুটি ছক্কায় করেন ৭৭ রান।

দলপতি উইলিয়াম পোর্টারফিল্ড করেন ৩ রান। কেভিন ওব্রায়েনের ব্যাট থেকে আসে ৬৩ রান। তার ঝড়ো ইনিংটি সাজানো ৪০ বলে তিনটি করে চার ও ছক্কায়। মার্ক আডাইর ১৩ বলে করেন অপরাজিত ২৫ রান। ৪ রানে অপরাজিত থাকেন গ্যারি উইলসন।

ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল দুটি, জেসন হোল্ডার একটি, শেলডন কর্টরেল একটি আর জোনাথন কার্টার একটি করে উইকেট তুলে নেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ