• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চীনেই যাচ্ছেন বেল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ মে ২০১৯  

টেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন গ্যারেথ বেল। প্রথম মৌসুমেই জিতে নিয়েছিলেন বার্নাব্যুর দর্শকদের মন। তবে গেল কয়েক মৌসুমের বাজে পারফরম্যান্সে সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে রিয়াল ছাড়ছেন বেল।

কোন দলে পাড়ি জমাচ্ছেন এই ব্রিটিশ ফুটবলার? সাবেক টটেনহ্যাম ফুটবলার টিম শেরউড সেই জবাবটাই দিয়েছেন। ‘ইংলিশের লিগের কোন দলে যোগ দেওয়ার থেকে চায়নাতে যাওয়ার সম্ভবনায় বেশি বেলের।’ এমনটাই জানিয়েছেন তিনি।

মৌসুমের অর্ধেকের বেশি সময় ইনজুরি আক্রান্ত থাকেন এই ওয়েলশ ফুটবলার। আর এ কারণেই ইউরোপের সেরা ক্লাবগুলো বেলের প্রতি আগ্রহী নয়। আর সে সাথে তার ১৫ মিলিয়ন ইউরোর পাহাড়সম বেতন তো রয়েছেই। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জিনেদিন জিদান পরিষ্কার ভাবে জানিয়েছেন দলে জায়গা পাবেন না বেল। আর নতুন ঠিকানাও খুঁজে নেওয়ার কথাও বলেছেন তাকে।

দল বদলের মৌসুম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে গ্যারেথ বেলের সম্ভাব্য নতুন ঠিকানা জানার জন্য। তবে ইংলিশ লিগের ক্লাবের থেকে চায়নার কোন ক্লাবে যাওয়ার সম্ভবনাটায় ভাসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ