• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্ধারিত হলো বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

লাওসকে হারিয়ে কাতার-২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বে ওঠার পর বাংলাদেশের অপেক্ষা ছিল প্রতিপক্ষ কারা, তা জানার। অবেশেষ আজ (বুধবার) পাওয়া গেলো প্রতিপক্ষ দেশগুলোর নাম।

বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়াললামপুরে হয়েছে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ড্র। বাংলাদেশ পড়েছে ‘‌‌ই’ গ্রুপে। বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে- আফগানিস্তান, ভারত, ওমান এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার।

 

প্রি-বাছাই পর্বে লাওসকে হারিয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় পর্বে উঠিয়েই অবশ্য ছুটিতে যান ইংলিশ কোচ জেমি ডে।

এশিয়ার চল্লিশ (৪০) দেশ নিয়ে অনুষ্ঠিত হয় বাছাইয়ের দ্বিতীয় পর্ব ড্র। ৪০টি দলকে ভাগ করা হয়েছে মোট ৮ গ্রুপে। প্রতি গ্রুপে লড়াই করবে ৫ দল। প্রতি গ্রুপ থেকে একটি করে চ্যাম্পিয়ন দল উঠবে থার্ড রাউন্ডে। এছাড়া ৮ গ্রুপের সেরা চারটি রানারআপ দলও উঠে যাবে থার্ড রাউন্ডে। যারা সরাসরি খেলবে এএফসি এশিয়া কাপেও। এছাড়া রানারআপ বাকি চারটি দল খেলবে এশিয়া কাপ কোয়ালিফাইংয়ের থার্ড রাউন্ডে।

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় পর্বের লড়াই শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ