• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফুটবলের নতুন মৌসুম কবে শুরু?

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯  

ক্রিকেট বিশ্বকাপের ছায়ায় ঢাকা পড়েছিল ফুটবল। ভারতীয় উপমহাদেশে কোপা আমেরিকা পর্যন্ত মার খেয়ে গেছে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে আবছা উন্মাদনা দেখা গেছে। ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে। সারা বছর লিগ ফুটবল নিয়ে মেতে থাকা ভক্তদের জন্য অপেক্ষা করছে নতুন মৌসুম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে নতুন মৌসুমে ফ্রান্সের লিগ-ওয়ান শুরু হবে সবার আগে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগ।

আগামী ৯ আগস্ট মোনাকো এবং লিঁও'র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে লিগ ওয়ানের নতুন মৌসুম। পিএসজি প্রথম ম্যাচ খেলবে ১১ আগস্ট। ২০২০ সালের ২৩ মে শেষ হবে লিগ ওয়ানের মৌসুম। এখন গরম দলবদলের বাজার। দল গুছিয়ে নিতে ব্যস্ত পিএসসি, মোনাকোর মতো দলগুলো। বাজারে আলোচনায় আছেন নেইমার। তিনি দলবদল করতে চান বলে জানিয়েছেন পিএসজি কোচ টমাস টাখেল। নতুন মৌসুমে নেইমারকে পিএসজি'র জার্সি গায়ে দেখা যাবে কি-না তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে।

লিগ ওয়ানের পরেই শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ। গেল মৌসুমে সবচেয়ে জমজমাট আসর ছিল প্রিমিয়ার লিগ। ম্যানসিটি, লিভারপুল শিরোপার জন্য শেষ অবধি লড়েছে। চেলসি, টটেনহ্যামও লড়াই দিয়ে গেছে। চ্যাম্পিয়নস লিগে প্রিমিয়ার লিগের দাপট দেখা গেছে শেষ মৌসুমে। ইংলিশ লিগ আগামী ১০ আগস্ট মাঠে গড়াবে। প্রথম ম্যাচেই মাঠে নামবে লিভারপুল। একই দিনে লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটিও মাঠে নামবে। ২০২০ সালের ১৭ মে শেষ হবে প্রিমিয়ার লিগের মৌসুম।

লা লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের দৌরত্ম দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে আঁটঘাট বেধে মাঠে নামছে। চ্যাম্পিয়ন বার্সার সঙ্গে লিগে টেক্কা দিতে চায় তারা। এরই মধ্যে এডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছে বার্সা। ভিনিসিয়াস জুনিয়ররা দায়িত্ব নিতে চান। আগামী ১৬ আগস্ট অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে লা লিগা। পরদিন রিয়াল মাদ্রিদ খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে। অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ ১৮ আগস্ট গেটাফের বিপক্ষে।

 

লা লিগা এবং জার্মান লিগ বুন্দেসলিগা প্রায় একই সময়ে শুরু হবে। তারা প্রথম ১৭ আগস্ট বায়ার্ন মিউনিখ ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে। একই দিন ম্যাচ আছে বরুশিয়া ডর্টমুন্ডেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ইতালির সিরি আ' শুরু হবে শেষে। ২৫ আগস্ট তাদের প্রথম ম্যাচ। এছাড়া লিগ ম্যাচের মধ্যে চারটি আন্তর্জাতিক বিরতি আছে। প্রথম তিনটি বিরতি ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর, ১৩ অক্টোবর এবং ১৭ নভেম্বর। এরপর ২০২০ সালের ২৯ মার্চ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ