• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিজয় দিবসে ক্রিকেটারদের শুভেচ্ছা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

সোমবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে উদযাপিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। এদিন ক্রিকেটাররাও লাল-সবুজের চেতনায় উজ্জীবিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, মুশফিক, মাহমুদুল্লা, রুবেলরা।

নিজের ফেসবুকে এক বার্তায় মুশফিকুর রহিম বলেন, ‘আজ আমরা এই পতাকা অনেক গর্বের সাথে ধরে রাখি। ১৬ ডিসেম্বর একটি বিজয় যা আমাদের জন্য অনেক জয়ের জন্য দরজা খুলে দিয়েছে। স্যালুট মুক্তিযোদ্ধাদের, কখনো ভোলা যাবে না।’

নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  শুভেচ্ছা জানিয়েছেন সাকিবও। তিনি লিখেছেন, মহান মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের মাধ্যমে আমরা পেয়েছিলাম ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের বিজয়। সেইদিনের অর্জিত সেই বিজয়ই আমাদের জন্য তৈরি করে দিয়েছে আরও অনেক বিজয়ের সম্ভাবনা। বিজয়ের ৪৯তম বছরে নতুন করে ঊজ্জীবিত হই সেই প্রথম বিজয়ের চেতনায়। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

নিজের ফেসবুক পেজে দিনটির তাৎপর্য তুলে ধরে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ, ‘আজ অনেক সাহসী-হৃদয় থেকে ত্যাগের দিন। তাদের সংগ্রাম এবং সাহসিকতার কথা ভুলে যাওয়া যায় না। শুভ বিজয় দিবস।’

রুবেল হোসেন লিখেছেন, 'এ দেশ আমার গর্ব-এ বিজয় আমার প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগে পেয়েছি আমরা স্বাধীনতা।'

এ ছাড়া তাসকিন, সাব্বির, সৌম্য, নারী ক্রিকেটার জাহানারাও নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ