• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বার্সার বিরুদ্ধে মামলা করলেন নেইমার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

আনুগত্য বোনাস পেতে সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আবার আদালতে মামলা করলেন পিএসজি ফরোয়ার্ড নেইমার। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিসে চলে যাওয়ায় চুক্তি অনুযায়ী বোনাসটি বার্সা তাকে স্বাভাবিকভাবেই দেয়নি। সেই অর্থ পেতে আবার ক্লাবটির বিরুদ্ধে মামলা করে দিলেন বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফুটবলার।

খেলাধুলা বিষয়ক জনপ্রিয় স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো জানিয়েছে, এবারে মামলায় বার্সেলোনার কাছে ৩.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন নেইমার। গেল দলবদল মৌসুমে তার কাতালানদের ডেরায় ফেরা নিয়ে বেশ জল ঘোলা হয়েছে সে সময়। মাস ছয়েক না যেতে না যেতেই তাদের বিরুদ্ধে মামলা করে দিলেন তিনি। যদিও এর তদন্ত প্রক্রিয়া এখনো শুরু করা হয়নি।

ধারণা করা হচ্ছে, বার্সায় নেইমারের ফেরার পথে বড়ো একটা বাধার সৃষ্টি হয়ে গেল। তাদের বিপক্ষে এটাই নেইমারের একমাত্র দাবি নয়। চুক্তির ধারা অনুযায়ী, ১ লাখ ইউরো সমান অর্থের আরেকটি বোনাস পেতে ক্লাবটির বিপক্ষে আইনি লড়াইও লড়ে যাচ্ছেন তিনি। অবশ্য ইতিমধ্যে গুঞ্জন উঠছে, যদি নেইমার বার্সায় ফেরে তাহলে তিনি সব ধরনের মামলা তুলে নেবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ