• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রথম পাঁচ উইকেটে নাসিমের রেকর্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

নাসিম শাহর অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। মাত্র ১৬ বছর ২৭৯ দিনে মাথায় উঠে টেস্ট ক্যাপ। অভিষেকেই গড়েছিলেন রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়েন ডানহাতি পেসার।  করাচিতে খেললেন নিজের তৃতীয় টেস্ট।  প্রথম ইনিংসে উইকেটশূন্য। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয় ইনিংসে পেয়েছেন প্রথম পাঁচ উইকেটের স্বাদ।  মাইলফলক ছুঁয়ে নাসিম ভেঙেছেন ১০ বছরের পুরোনো রেকর্ড। সর্বকনিষ্ঠ পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেটের রেকর্ড এখন তার দখলে।

আজ সোমবার করাচিতে দুই উইকেট নিয়ে প্রথম পাঁচের স্বাদ পান নাসিম। আগের দিন পেয়েছিলেন তিন উইকেট। সব মিলিয়ে ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে নিজের তৃতীয় টেস্ট দারুণভাবে রাঙিয়েছেন এ পেসার।  ১৬ বছর ৩০৭ দিনে নাসিম পেলেন পাঁচ উইকেট।  রেকর্ড ভাঙতে নাসিম পেছনে ফেলেছেন স্বদেশী মোহাম্মদ আমিরকে।  মেলবোর্নে আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন মাত্র ১৭ বছর ২৫৭ দিনে।

বোলারদের তালিকায় নাসিম অবশ্য রয়েছেন দুইয়ে।  পাকিস্তানের স্পিনার নাসিম-উল-গনি ১৬ বছর ৩০৩ দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেট পেয়েছিলেন। সেটা ১৯৫৮ রানে। আজও সেই রেকর্ড ভাঙতে পারেনি কেউ।

বোলারদের তালিকায় সেরা পাঁচে রয়েছে বাংলাদেশের দুই ক্রিকেটারও। স্পিনার নাঈম হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পেয়েছেন ১৭ বছর ৩৫৫ দিনে।  এনামুল হক জুনিয়র জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ উইকেট পান ১৮ বছর ৩২ দিনে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ