• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তামিমের এক সেঞ্চুরিতে হয়ে গেলো যেসব রেকর্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরির মালিক তামিম ইকবাল। তবে দুঃখ নিয়ে এতদিন বলতেই পারতেন নিজেদের মাটিতে নিজেদের লিগ বিপিএলে নেই কোনো সেঞ্চুরি। কিন্তু সেই দুঃখ ঘুচিয়ে দিলেন তামিম। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে তামিমের ব্যাট থেকে এলো দুর্দান্ত এক সেঞ্চুরি। যা রচনা করে গেলো একাধিক রেকর্ড।

* ৬১ বলে ১৪১ রানের শৈল্পিক এক সেঞ্চুরির পর তামিম হলেন টি-টোয়েন্টির কোনো ফাইনালে প্রথম সেঞ্চুরিয়ান বাংলাদেশি ব্যাটসম্যান।

* ফাইনাল ম্যাচে ২৩১ স্ট্রাইকরেটে ব্যাট করেন তামিম। যা ফাইনালে ৫০-এর ওপরে রান করা ব্যাটসম্যানদের মধ্যে সেরা স্ট্রাইক। 

* শুধু ব্যক্তিগতভাবেই নয়, ম্যাচে অপরাজিত ১৪১ রান টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩-১৪ মৌসুমে ঘরোয়া স্বীকৃত টি-টোয়েন্টিতে বিসিবি-মোহামেডান ম্যাচে ১৩০ রান করেছিলেন তামিম। এবার নিজের রেকর্ডই নিজে ভেঙে দিলেন।

* এখন পর্যন্ত হওয়া বিপিএল ইতিহাসে এটি ব্যক্তগত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এর আগে বিপিএলের পঞ্চম আসরে ক্রিস গেইলের ব্যাট থেকে আসে ১৪৬ রানের ইনিংস।

* বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা হাঁকান তামিম। ম্যাচে তার ব্যাট থেকে আসে এগারোটি ছক্কা।

* জাতীয় দলের সতীর্থ মুশফিক রহিমকে ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক এখন তামিম ইকবাল। মুশফিকের ১৭৮৩ ছাড়িয়ে তামিম বর্তমানে ১৮২৫ রানের মালিক।

* বিপিএলের ছয় আসরের মধ্যে এবারই প্রথম ফাইনাল খেলেন তামিম। প্রথমবারেই হয়ে গেলেন ম্যান অব দ্য ম্যাচ। প্রথমবারেই শিরোপাও তুলে ধরার গৌরব অর্জন করলেন।

* বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তামিমের। এর আগে ২০১৬ সালের আসরে সাব্বির রহমানের ১২২ রানের ইনিংস খেলেন, যা এতদিন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ছিলো। ১৪১ রানের অপরাজিত ইনিংস তা ছাড়িয়ে গেলো।

* বিপিএলে শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল এবং সাব্বির রহমানের পর তামিমের সেঞ্চুরিটি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে চতুর্থ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ