• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কঠিন চ্যালেঞ্জ নিয়ে মিয়ানমার যাচ্ছেন মারিয়ারা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯  

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মিয়ানমারে হবে দ্বিতীয় পর্বের খেলা। দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে মূল প্রতিযোগিতায়। এই চার দলের একটি হওয়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে শুক্রবার রাতে মিয়ানমারের উদ্দেশে ঢাকা ছাড়ছেন মারিয়া-আঁখিরা।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক মিয়ানমার, চীন ও ফিলিপাইন। ২৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে ফিলিপা্ইনের বিপক্ষে। ১ মার্চের প্রতিপক্ষ মিয়ানমার। দুই দিন পর ৩ মার্চ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই পর্ব থেকে দুই গ্রুপ থেকে সেরা ও রানার্সআপ দল খেলবে চূড়ান্ত পর্বে। সেখানে আগে থেকেই অপেক্ষায় আছে স্বাগতিক থাইল্যান্ড, গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান।

বাছাইয়ে চার ম্যাচই জেতা বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কোচ গোলাম রব্বানী ছোটন, ‘চীন বিশ্বমানের দল। মিয়ানমার ও ফিলিপাইনও শক্তিশালী। তবে আমরা প্রত্যেক খেলায় জয়ের জন্য নামব। আমরাও এখন শক্তিশালী দল। আমার বিশ্বাস মেয়েরা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে লক্ষ্য পূরণ হবে। আশা করছি আমরা সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারবো।’

অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক মারিয়া মান্ডা আত্মবিশ্বাসী কন্ঠে বলেছেন, ‘অনেক দিন ধরে আমরা ক্যাম্পে আছি। আন্তর্জাতিক ম্যাচও কম খেলা হয়নি। চেষ্টা থাকবে দ্বিতীয় পর্ব পেরোনোর।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ