• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিশ্বকাপের আগে ওমরাহ করতে গেলেন ৭ ক্রিকেটার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১  

টানা কয়েকটি সিরিজ শেষে ক্রিকেটারদের আপাতত ছুটি দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ছুটিতে পবিত্র ওমরাহ পালন করতে দেশ ছেড়েছেন বিশ্বকাপ স্কোয়াডের ৫ ক্রিকেটার। তাদের সঙ্গে আছেন স্কোয়াডের বাইরে আরো দুজন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাইরে তাইজুল ইসলাম ও জাকির হাসানও রয়েছেন তাদের সঙ্গে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।

জানা যায়, ওমরাহ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তারা। আর ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। আসরের প্রথম পর্বে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ