• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পেসারদের স্বর্গ হলেও স্পিনের মন্ত্র জানালেন মিরাজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা। মধ্যাহ্নবিরতির আগেই ৩২৮ রানে অলআউট টিম নিউজিল্যান্ড। বাংলাদেশের বোলাররা দারুণ কৃতিত্বের দাবিদার। বে ওভাল পেসারদের স্বর্গ হলেও সমানতালে দাপট দেখালেন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তার সঙ্গে খণ্ডকালীন স্পিনে বাজিমাত করেন অধিনায়ক মুমিনুল হক।

পেসারত্রয়ী তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন একপ্রান্ত দিয়ে বোলিং তোপ দাগান। তাদের মধ্যে শরিফুল ছিলেন সমহিমায় উজ্জ্বল, নেন ৩ উইকেট। সমান উইকেট পান স্পিনার মিরাজ। শেষ চার ব্যাটসম্যানের তিনজনকে ফেরান এই অফস্পিনার। আর ইনিংসের সেরা স্কোরার ডেভন কনওয়েকে আগের দিন ফেরানো মুমিনুল তুলে নেন হেনরি নিকলসের শেষ উইকেট।

ম্যাচ শেষে বোলারদের সাফল্য নিয়ে মিরাজ বলেছেন, 'আমাদের স্পিনারদের জন্য ভালো দিন। পেস বোলাররাও রান দেয়নি।'

কঠিন কন্ডিশনে স্পিনকে বিষাক্ত করার মন্ত্র জানালেন মিরাজ, 'এই কন্ডিশনে স্পিন বল করা কঠিন ছিল। আমি পুরোটা সময় ধৈর্য ধরে থাকতে চেয়েছি। ঠিক জায়গায় বল ফেলেছি। রান তিনের নিচে রাখতে চেয়েছি। এটাই হচ্ছে বিষয়।'

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ