• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সাকিবের `আগ্রাসী ভাবনা`র সঙ্গে শতভাগ একমত মাশরাফি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে শুরু হলো তৃতীয় মেয়াদে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি। দুই টেস্টেই পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে বাংলাদেশের পারফরম্যান্স। বিশেষ করে ব্যাটারদের। সেন্ট লুসিয়া টেস্ট শেষে অধিনায়ক সাকিব দেশের বাইরের চেয়ে ঘরের মাঠে টেস্ট জয়ের ওপর জোর দিতে বলেছেন।

তার এই বক্তব্যের সঙ্গে শতভাগ সহমত প্রকাশ করেছেন সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ মঙ্গলবার সাংবাদিকেদর সঙ্গে আলাপকালে সাকিবের ওই বক্তব্য নিয়ে মাশরাফি বলেন, 'আমি শতভাগ একমত। ওয়ানডে ক্রিকেটও কিন্তু আমরা এভাবেই পরিবর্তন করেছিলাম। আমাদের প্রথম পরিকল্পনা ছিল ঘরের মাঠে আমরা বেশির ভাগ ম্যাচ জিতব, ৮০ ভাগ ম্যাচ কিভাবে জিততে পারি। টেস্ট ক্রিকেটেও আমাদের শুরু হয়েছিল, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম; ওই জায়গা থেকে একটু পিছিয়ে আসাতেই সমস্যা হয়ে গেছে। তবে ঘরের মাঠে আমাদের বেশির ভাগ ম্যাচ এখন জিততে হবে। '

মাশরাফি বলেন, 'টেস্ট ক্রিকেট খুব ভালো ছিল না। মাঝে আমরা ঘরের মাঠে কিছু টেস্ট জিতেছিলাম, একটা উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে আবার একটু নিচের দিকে গিয়েছে। টেস্ট ক্রিকেটে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। একটা ফরম্যাটেই আমরা ধারাবাহিক―সেটা ওয়ানডে ক্রিকেট। ২০১৫ সাল থেকে আমরা ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছি...। হোমে খেলা হলে ড্রয়ের সম্ভাবনা কম থাকবে। কারণ স্পিন উইকেট করলে ড্রয়ের সম্ভাবনা কমে যায়। তাই আমাদের ম্যাচ জিততে হবে। আমি মনে করি, সাকিব খুব আগ্রাসী চিন্তা-ভাবনা ভাবছে, যা ইতিবাচক। '

দেশের টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিতে সাকিবের ওপর শতভাগ আস্থাশীল ম্যাশ, 'টেস্ট ক্রিকেটে ইতিবাচক বিষয় হচ্ছে, সাকিব খুব অভিজ্ঞ ক্রিকেটার এবং খুব অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্ক আছে তার। সাকিব এখন অধিনায়ক। কিন্তু রাতারাতি পরিবর্তন হওয়া সম্ভব না। সাকিব কিছু কথা বলেছে। যেমন―সে দলকে কিভাবে দেখছে, ভবিষ্যতে কোন খেলোয়াড় থেকে কী আশা করে, কিভাবে টিম সাজাতে চায়―আমার কাছে মনে হয় এগুলোকে হ্যান্ডেল করার জন্য সাকিব সেরা ব্যক্তি। ওকে সময় দিতে হবে। সময় দিলে আমি নিশ্চিত যে এটা কাটিয়ে উঠতে পারব আবারও।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ