• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

অসি বোলিং তোপে ২৪৪ রানেই থামলো ভারতের প্রথম ইনিংস

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০  

৩২ রানে নেই ২ উইকেট। শুরুর ধাক্কা সামলে একটা সময় বিরাট কোহলির ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল ভারত। তবে প্রথম ইনিংসে সেই স্বপ্নটা পূরণ হয়নি সফরকারিদের। অ্যাডিলেইড ওভালে দিবারাত্রির টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ২৪৪ রানেই গুটিয়ে গেছে ভারত।

টেস্টের প্রথম দিনে ওপেনিং জুটির পৃথ্বি শ (০) আর মায়াঙ্ক আগারওয়াল (১৭) ব্যর্থ হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় ভারত ঘুরে দাঁড়িয়েছিল। একটা পর্যায়ে ৩ উইকেটেই ১৮৮ রান তুলে ফেলেছিল অতিথিরা। মনে হচ্ছিল, পুঁজিটা বড় হবে।

কিন্তু ১৮০ বলে ৮ বাউন্ডারিতে ৭৪ রান করা কোহলিকে ফেরানোর পরই ফের ভারতকে চেপে ধরেন অসি বোলাররা। ৬ উইকেটে ২৩৩ রান নিয়ে প্রথম দিন শেষ করে ভারত। চেতেশ্বর পূজারা ৪৩ আর আজিঙ্কা রাহানের ব্যাট থেকে আসে ৪২ রান। অপরাজিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ১৫ আর ঋদ্ধিমান সাহা ৯ রান নিয়ে।

দ্বিতীয় দিনে মাত্র ৪ ওভারের মতো টিকতে পেরেছে ভারত। অশ্বিন আর ঋদ্ধিমান আগের দিনের সঙ্গে কোনো রানই যোগ করতে পারেননি। দাঁড়াতে পারেননি লোয়ার অর্ডারের বাকিরাও। ফলে ৯৩.১ ওভারে ভারতে প্রথম ইনিংস থামে ২৪৪ রানে।

অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল পেসার মিচেল স্টার্ক, ৫৪ রানে নেন ৪টি উইকেট। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন আরেক পেসার প্যাট কামিন্স।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ