• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত ২০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২০  

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে ৫ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার (২৩ মার্চ) সকালে সদর উপজেলার পেয়ারপুরে এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে পেয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু তালুকদার ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমানের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 
খবর পেয়ে পুলিশ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে ৫ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ