• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইদলিবে তুর্কি সেনাদের গুলিতে নিহত ২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

তুর্কি সেনাদের গুলিতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে দুই সিরিয় নাগিরক নিহত হয়েছেন। তুর্কি সেনাদের টহলের বিরুদ্ধে বিক্ষোভ করার সময় তাদের ওপর গুলি চালানো হয়। ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে সোমবার (২৮ এপ্রিল) এক খবরে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, রোববার সিরিয়ার এম-ফোর মহাসড়কে তুরস্কের সেনাদের টহলে বাধা দিতে স্থানীয় জনগণ নানা ধরনের ব্যারিকেড সৃষ্টি করে ও বিক্ষোভ দেখায়। কিন্তু এসব ব্যারিকেড তুলে ফেলে তুর্কি সেনারা।
তুর্কি সেনারা ব্যরিকেড তুলে ফেললেও সেখানে বিক্ষোভ করতে থাকে বেশ কিছু মানুষ। ফলে তাদের ওপর গুলি চালায় তুর্কি সেনারা। গুলি বর্ষণ ছাড়াও তাদের ওপর টিয়ার গ্যাসও নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দুইজন নিহতের পাশাপাশি ৩ জন আহত হয়েছেন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তুরস্ক ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী সিরিয়ার ইদলিব প্রদেশের কিছু এলাকায় পর্যবেক্ষণ টাওয়ারে সেনা মোতায়েনের এখতিয়ার পায় তুরস্ক।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ