• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ইন্দোনেশিয়ায় ১০ শতাংশ ভ্যাটের তালিকায় এবার মাইক্রোসফট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২০  

নিজস্ব সেবা বিক্রির ওপর ১০ শতাংশ ভ্যাট দিতে হবে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে, চলতি বছরের শুরুতেই এমন নীতিমালা কার্যকর করেছে ইন্দোনেশিয়া। এবারে ১০ শতাংশ ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর তালিকায় নতুন করে মাইক্রোসফট এবং আলিবাবা ক্লাউডসহ (সিঙ্গাপুর) আটটি প্রতিষ্ঠানের নাম তুলেছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন আট প্রতিষ্ঠানসহ এযাবৎ ৩৬টি প্রতিষ্ঠানকে ১০ শতাংশ ভ্যাটদাতা প্রতিষ্ঠানের তালিকায় যোগ করেছে দেশটির কর্তৃপক্ষ।

তালিকায় এর আগে নাম উঠেছে নেটফ্লিক্স এবং অ্যালফাবেটের গুগল এশিয়া প্যাসিফিক ইউনিট।

চলতি বছরের ৭ জুলাই থেকেই ইন্দোনেশিয়ায় ১০ শতাংশ ভ্যাট আরোপ হয়েছে তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর।

শুক্রবার ১০ শতাংশ ভ্যাটের তালিকায় যোগ হওয়া আরও ছয় প্রতিষ্ঠান হলো, গিটহাব, মাইক্রোসফট রিজিওনাল সেলস, ইউসিওয়েব সিঙ্গাপুর, টু দ্য নিউ, কোডা পেমেন্টস এবং নেক্সমো।

বিবৃতিতে রাজস্ব বিভাগের মহাপরিচালক জানিয়েছেন, শুক্রবারের ঘোষণায় যোগ হওয়া প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নভেম্বরের পয়লা তারিখ থেকে বিজ্ঞাপনদাতা এবং অন্যান্য গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করতে হবে।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানগুলো। নতুন ভ্যাট নীতিমালার আওতায় যে বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইন্দোনেশিয়ায় পণ্য বা সেবা বিক্রি করে বছরে অন্তত ৬০ কোটি ইন্দোনেশীয় রুপি বা ৪১ হাজার ৬৬৭ মার্কিন ডলার আয় করে বা বছরে অন্তত ১২ হাজার গ্রাহকের কাছ থেকে আয় করে ওই প্রতিষ্ঠানগুলোকেই ১০ শতাংশ ভ্যাট দিতে হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ