• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা মোকাবিলায় গোপালগঞ্জে ভিডিও কনফারেন্স

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মে ২০২০  

গোপালগঞ্জে করোনা মোকাবিলায় বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব শহিদুল্লা খন্দকারের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩১ মে) দুপুর ১২টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

করোনা মোকাবিলায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের বর্ণনা ও লকডাউন শিথিল করায় সরকারি বিধি নিষেধ কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হবে বা কি প্রস্তুতি রয়েছে সে বিষয়ে যাবতীয় বর্ণনা দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।   

এ সময় গোপালগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা ড. অরবিন্দ কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুল্লাহ আল বাকী, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খান, এনডিসি মিন্টু বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নুর, সহকারী কমিশনার অমিত রায়, জেলা রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ