• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা রুখতে মুদি বাজার করার সময় যা মেনে চলা জরুরি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুন ২০২০  

সারাবিশ্ব এখন করোনার তাণ্ডব ঠেকাতে ব্যস্ত। অনেকদিন সবাই লকডাউনে থাকার পর এখন অনেকেই অফিসসহ বাইরে বের হচ্ছে বিভিন্ন কাজে। এর মধ্যে অন্যতম হলো বাজার করতে বের হওয়া।

তবে জানেন কি? বাজার, সুপারশপ কিংবা মুদি দোকান থেকে ছড়াতে পারে ভাইরাস। তাই মুদির বাজার করতে গ্রসারি শপে গেলে কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি। নিজের সুরক্ষায় জেনে রাখুন এসব- 

> আপনার যে জিনিস প্রয়োজন না। সেটি স্পর্শ করবেন না। যতটুকু সম্ভব প্রয়োজনীয় জিনিস কিনুন। 

> বাজারের ঝুড়ি বা ট্রলি ব্যবহারের আগে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন। 

> অন্যদের থেকে দূরত্ব মেনে বাজার সারুন। 

> শপে ঢোকার আগে দরজার হাতল স্যানিটাইজার দিয়ে মুছে নিন। 

> অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে যাবেন।   

> যতটুকু সম্ভব নিজের ব্যক্তিগত জিনিস বাড়িতে এসে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিন।

> বাইরে থেকে এসে বাজার করা জিনিস সাবান পানি বা ভিনেগারে ভিজিয়ে রেখে ধুয়ে নিন। 

> বাইরের পোশাক সাবান পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিন। 

> অনলাইনেই সারতে পারেন মাসের বাজার সদাইগুলো। 

> এগুলো স্পর্শ করার পর হাত অবশ্যই জীবাণুমুক্ত করুন। 

> বাজারের ব্যাগ এবং কেনা জিনিসের প্যাকেট ফেলে দিন। সদাইগুলো জীবাণুমুক্ত করে নিন। যেগুলো সাবান পানি দিয়ে ধোয়া সম্ভব সেগুলো সাবান পানিতে ধুয়ে নিন। 

> যেগুলো সাবান পানিতে ধোয়া সম্ভব নয়, সেগুলো চার থেকে পাঁচ ঘণ্টা রোদে রেখে দিতে পারেন। 

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবসময় সচেতন থাকুন। আতঙ্কিত না হয়ে ঘরেই অবস্থান করুন। বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ