• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা সচেতনায় ‘ভাগ করোনা’ ভিডিও গেম!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

এই ব্রাউজার গেমে করোনাভাইরাসকে খতম করতে হবে গেমারকে। ব্যর্থ হলেই কাশির আওয়াজ আসবে। এছাড়াও থাকবে 'বাড়িতে থাকুন', 'হাত ধুতে হবে', 'মাস্ক পরুন' জাতীয় সচেতনতামূলক বার্তা। 
গেমটি তৈরি করেছেন ভারতের জামশেদপুরের এক্সএলআরআই বিশ্ববিদ্যালয়ের এমবিএ পড়ুয়ারা। নাম 'ভাগ করোন'।
কিছু দিন আগে করোনা তাড়াতে 'গো করোনা গো' মন্ত্র জপার পরামর্শ দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অটওয়ালে। সেই অডিও ফাইল নিয়ে ভিডিও গেমের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও গেমে রয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যিনি করোনাকে দেশ থেকে তাড়াতে এই গেমে উদ্যোগী হয়েছেন। গেমারকে এখানে প্রধানমন্ত্রী মোদীকে করোনা তাড়াতে সাহায্য করতে হবে।
গেমটি খেলতে চাইলে নীচের লিংকে ক্লিক করুন।

https://bhagcorona.com/v9/#_ga=2.29340351.2096834172.1585813678-1381410440.1585813678

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ