• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনা সারলেই অ্যান্টিবডি তৈরি হয় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস থেকে সুস্থ হলেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয় না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি সংস্থাটি জানায়, সংক্রমণ থেকে সেরে ওঠা ব্যক্তির আবারও সংক্রমিত হওয়ার ঝুঁকি এই পরীক্ষায় নির্ণয় করা সম্ভব নয়।

এর আগে বলা হয়, অ্যান্টিবডি পরীক্ষায় একজন মানুষ আগে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিল কিনা তা জানা যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা বলেন, অনেক দেশই অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিচ্ছে। পুনঃসংক্রমণের ঝুঁকি নিরূপণে দেশগুলো এই পরিকল্পনা করছে। তবে এই পরীক্ষায় কেবল ব্যক্তির শরীরে করোনা মোকাবিলায় তৈরি হওয়া অ্যান্টিবডির উপস্থিতি ও তার মাত্রা জানা যাবে বলে জানায় সংস্থাটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ