• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনাভাইরাস : বিদেশে থাকা আক্রান্ত বাংলাদেশীরা সুস্থ আছেন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

বিদেশে অবস্থানরত করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশের ৬জন নাগরিক সুস্থ আছেন। এবং দেশের ভেতরে এখনও কেউ আক্রান্ত হয়নি। এমনটাই জানিয়েছেন আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসেবে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা জানান, নতুন করে ৪টি দেশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, এ নিয়ে আক্রান্ত দেশের সংখ্যা ৩৪।বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৩৯ জন এবং এতে মৃত্যু হয়েছে ২ হাজার ৭০০ জনের। এরমধ্যে শুধু চীনেই আক্রান্ত ৭৭ হাজার ৭৮০ জন এবং মৃত ২ হাজার ৬৬৬ জনের।

চীনে কিছুটা কমেছে করোনা ভাইরাসের প্রকোপ, তবে ছড়িয়ে পড়ছে অন্য দেশে৷চীন ছাড়াও আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইটালি, ইরান  সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অন্তত ৩৪ টি দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ