• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

করোনার লক্ষণ নিয়ে চট্টগ্রামে আইসোলেশনে ৭

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসতে (বিআইটিআইডি) সাতজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ বুধবার (১ মার্চ) সকালে গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি বর্ণনা করে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন জানান, বুধবার গত এক সপ্তাহে পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ বুধবার আটজনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের কারো মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।

তবে, করোনার লক্ষণ বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট থাকায় সাতজনকে আইসোলেশনে রাখা হয় বিআইটিআইডিতে। এদের মধ্যে মঙ্গলবার রাতে মারা গেছেন এক নারী। তিনি করোনা আক্রান্ত ছিলেন কী-না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনো এর ফলাফল পাওয়া যায়নি।

এছাড়া, চট্টগ্রামে বিদেশ ফেরত এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ৯২৮ জনের মধ্যে ৪৫ জনের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ