• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কিশোরগঞ্জে ১২ পরীক্ষার্থী বহিষ্কার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কামিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে কামিল প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান ওই কেন্দ্র পরিদর্শনকালে সাত জন পরীক্ষার্থীকে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম পাঁচ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর সবাই মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফর রহমান জানান, সোমবার (২৪ ফেব্রুয়ারি) মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কামিল প্রথম বর্ষের হাদিস গ্রুপের সুনানো আবি দাউদ ও তাফসীর গ্রুপের উলুমুল কোরআন বিষয়ের পরীক্ষা চলছিল। কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে পরীক্ষায় অসুদপায় অবলম্বন করায় সর্বমোট ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ