• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় তুলসীপাতা নিয়ে গুজব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

সাতটি তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না এমন গুজবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। গুজবটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে এর কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য।

জানা গেছে, গত দুইদিন ধরে কোটালীপাড়া উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে অনেকই সাতটি করে তুলসী পাতা খাচ্ছেন। তাদের ধারণা, তুলসীপাতা খেলে এই ভাইরাসে আক্রান্ত হবে না।

উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কুমুরিয়া গ্রামের অ্যাডভোকেট বিজন বিশ্বাস বলেন, গত শুক্রবার গাছ ভরা তুলসীপাতা দেখেছি। শনিবার ভোরে দেখি তুলসী গাছে কোনো পাতা নেই। অনেকে আবার গাছ উপড়ে নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে না এমন তথ্য চিকিৎসা বিজ্ঞানে পাইনি। তবে ঠাণ্ডাজনিত খুসখুস কাশিতে তুলসী পাতা উপকারী।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ