• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাকডাকা ভোরে পথে, মাঠে ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করলেন কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা।

 

বুধবার ভোরে কলাবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় ইউপি সদস্য রঞ্জিত হালদার, কমলেশ ঢালী, দেলোয়ার হোসেন ফকির তার সঙ্গে ছিলেন।

কলাবাড়ি ইউনিয়নের কদম রায় ও তেতুলবাড়ি গ্রামের মতি বাড়ৈ বলেন, শীত দূর করার কোন ব্যবস্থা না থাকার কারণে গত কয়েকদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলাম। আজ কম্বল পেলাম। এখন আর শীতে কষ্ট হবে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের চেয়ারম্যান মাইকেল ওঝাকে ধন্যবাদ জানাই।

চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কম্বল দিয়েছেন আমি সেই কম্বল জনগণে বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করলাম। কম্বল পেয়ে শীতার্ত জনগণ খুব খুশি হয়েছে। তবে আমাকে যে কম্বল দেয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় কম। আমার ইউনিয়নে আরো কম্বল প্রয়োজন।

অপরদিকে, গোপালগঞ্জে পথশিশু নিকেতনের উদ্যোগে ১২০ জন শীতার্ত ও দুঃস্থ শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন হিটু, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক জিএম গোলাম মোস্তফা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সহ-সভাপতি মনোয়ারা বেগম মনি ও পথ শিশু নিকেতনের পরিচলক দুলাল শরীফ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা ১২০ জন শীতার্ত ও দুঃস্থ শিশুদের হাতে কম্বল তুলে দেন। কম্বল পেয়ে হাসি ফুটে ওঠে এসব শিশুদের মুখে। এ অনুষ্ঠানে পথশিশু নিকেতনের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ