• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খালেদার প্যারোল হলে সবচেয়ে বেশী লোকসান তারেকের !

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

দূর্ণীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে কারা অন্তরীণ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে কোনো উপায়ে তিনি এখন মুক্তি চান। খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথের আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় আইনগতভাবে তাকে প্যারোলে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির হাই কমান্ড। এ নিয়ে দলের অভ্যন্তরে চলছে আলোচনা ও নানা হিসাব নিকাশ। অন্যদিকে চাউর হয়েছে বিভিন্ন গুঞ্জন। তারেক জিয়াই খালেদার মুক্তির পথে মূল অন্তরায়-এমন কথা জোরালোভাবে বাতাসে ভেসে বেড়াচ্ছে।  

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘‘খালেদা জিয়া মুক্তি পেলে রাজনৈতিকভাবে বিএনপি কিছুটা লাভবান হবে এটা ঠিক। কিন্তু সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবেন তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে থেকে তিনি এখন দলের একচ্ছত্র কর্তৃত্ব হাতে নিয়েছেন। স্বেচ্ছাচারীর মতো তিনি দল চালাচ্ছেন। খালেদা জিয়ার মুক্তি মানেই তার ক্ষমতা সংকুচিত হয়ে যাওয়া। এছাড়া বিভিন্ন মহল থেকে এখনো যে ফায়দা ও আর্থিক সুযোগ সুবিধা তিনি আদায় করছেন, তাও বন্ধ হয়ে যাবে।’’

সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষক ড. হাফিজুর রহমান বলেন, ‘‘খালেদা জিয়া মুক্তি পেলে তারেকের হাত থেকে সব ক্ষমতা চলে যাবে। দেশের বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে তিনি প্রতিনিয়ত যে আর্থিক সুবিধা নিয়ে চলেছেন, তাও বন্ধ হয়ে যাবে। খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো’র মৃত্যু ও খালেদা জিয়া কারগারে থাকায় দেশে বিদেশে জিয়া পরিবারের হাজার কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি একাই ভোগ করছেন তারেক জিয়া। সেটাও বন্ধ হয়ে যাবে।এছাড়া কারাগারে রেখে খালেদা জিয়াকে আন্দোলনের ইস্যু হিসেবে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় আসার যে স্বপ্ন তারেক জিয়া দেখছেন, তা ধুলিস্যাৎ হয়ে যাবে। তাই খালেদা জিয়া যদি মুক্ত হন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন তারেক জিয়া। একারণেই দলের বড় একটি অংশ খালেদার মৃক্তি চাইলেও তারেক জিয়া ও তার কিছু অনুসারী মুক্তি চান না।’’

তিনি আরো বলেন, ‘‘খালেদা জিয়ার মুক্তি চানে না বলেই তারেক জিয়া তার অনুসারীদের আন্দোলনের নামে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন। যাতে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এবং খালেদা জিয়ার প্যারোল আবেদন বাধাগ্রস্ত হয়। বিষয়টি বুঝতে পেরে ইতিমধ্যে দলের সিনিয়র নেতারা তারেক জিয়ার সাথে প্রায় সব ধরণের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। খালেদা জিয়াও কারাগারে বসে তার স্বজনদের নির্দেশ দিয়েছেন, রাজপথ ছেড়ে মুক্তির জন্য আইনগত লড়াই করতে। এক্ষেত্রে খালেদা জিয়া  কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, প্যারোলের বিষয়ে তারেকের যেন কোনো মতামত নেয়া না হয়।’’   

  

 

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ