• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

খুলনায় আরও ৫০ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২০  

খুলনায় করোনা হাসপাতালের একজন নার্স পজেটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা আরও ৫০ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরও করোনা পরীক্ষা করা হবে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, এ মুহূর্তে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২ জন, আর করোনা হাসপাতালে একজন।

এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশিদা সুলতানা জানান, বুধবার পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১১৮ জন। এরমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। পুরোপুরি সুস্থ হয়েছেন চারজন। বাকিদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শীলা রানী দাস, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী নাজনীন এবং নৈশপ্রহরী মামুনের করোনা পজেটিভ শনাক্ত হয়। শীলা রানী খুলনা করোনা হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) নার্স ইনচার্জ। এর আগে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল ইসলাম করোনায় আক্রান্ত হন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ