• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে “আশ্রয়ণ-২` প্রকল্পের অগ্রগতি জানালেন ডিসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জ জেলায় চলমান “আশ্রয়ণ-২' শীর্ষক প্রকল্পে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলেন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াছুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার রাশিদুর রহমান,গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, আরডিসি দনেশ সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সহ-সভাপতি শেখ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, “আশ্রয়ণ-২' শীর্ষক প্রকল্পটি ৪৮২৬.১৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রধানমন্ত্রী কার্যলয়ের আওতায় বাস্তবায়নাধীন রয়েছে।

ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে উপকারভোগী দারিদ্র্যবিমোচন এবং ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলার উদ্দেশে এ প্রকল্পটি গ্রহণ করা হয়।

উক্ত প্রকল্পের আওতায় গোপালগঞ্জ জেলায় ‘ক’ শ্রণীর ( জমি নাই, ঘরও নাই) এর আওতায় ২ হাজার ৪৭৫টি, “খ' শ্রেণীর (১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নাই) আওতায় ১০ হাজার ৮১৫টি ও “গ' শ্রেণীর (১-১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর জরাজীর্ণ) এর আওয়াতায় ৩ হাজার ৪৯টি ঘর দেয়া হবে।

তিনি আরও বলেন, উক্ত তালিকার মধ্যে “খ' শ্রেণীর ২ হাজার ৩০২টি ঘর নির্মাণ করে তা উপকারভোগীদের কাছে ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ