• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে গুলিতে পরীক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার ৩

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০  

গোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার বনগ্রামের রুবেল শেখ (৩০), রোবায়েত শেখ (৩৫) ও বুরুজ শেখ (৪০)।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারী শেখ বংশের নতুন শেখকে মোল্লা বংশের রহিম মোল্লা, ভুলু মোল্লা ৪/৫ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে। এ ঘটনার জের ধরে ওই দিন সকালে রহিম মোল্লাকে চড় থাপ্পড় মারে নতুন শেখ। এ নিয়ে শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ নিজের বন্দুক দিয়ে গুলি ছুড়লে রনি হাওলাদারের গায়ে গুলি লাগলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ