• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

গোপালগঞ্জে আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিট থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে শীতের তীব্রতা বেড়েছে। গোপালগঞ্জ আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার থেমে থেমে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। শুক্রবার মেঘ কেটে যবে। শনিবার থেকে আবার তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ আবহাওয়া অফিস ১৪.৮ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করেছে। বুধবার সকাল ৬টা ২০ মিনিট থেকে তিন ঘণ্টায় .০৫ মিলি মিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শীতের তীব্রতা বাড়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বৃষ্টি দুদিন থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি থেমে যাবে। শনিবার তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে ওই কর্মকর্তা পূর্বাভাস দিয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ