• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জের বাঘিয়ার বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২০  

লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ার বাঘিয়ার বিলে শুরু হয়েছে তিন দিনব‌্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। আজ (৪ নভেম্বর) বিকেল ৩টায় শুরু হওয়া এ প্রতিযোগিতা চলেছে বুধবার সন্ধ্যা পর্যন্ত।

গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশালের অর্ধশতাধিক সরেঙ্গা, ছিপ, বাছারি ও কোষা নৌকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ঠিকারি এবং কাশির বাদ্যের তালে তালে জারি ও সারি গান গেয়ে নেচে নেচে নৌকাবাইচ করছেন মাল্লারা।

স্থানীয়রা জানিয়েছেন, আড়াইশ‘ বছরেরও বেশি সময় ধরে কোটালীপাড়ার কালিগঞ্জ বাজার সংলগ্ন বাঘিয়ার বিলে তিন কিলোমিটার এলাকা জুড়ে নৌকাবাইচ হয়ে আসছে। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কালিগঞ্জ বাজার থেকে বুরুয়া ব্রিজ হয়ে খেজুরবাড়ি পর্যন্ত হয় এ বাইচ। এ প্রতিযোগিতায় কোনো পুরস্কার না দেওয়া হলেও মাল্লারা নিজ উদ‌্যোগে অংশ নেন।

নৌকাবাইচ শুরুর আগেই বিলের দুই পাড়ে জড়ো হন দর্শনার্থীরা। করতালি, হর্ষধ্বনি, নৌকাবাইচের লোকজ গান, বাদ্য-বাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তবে করোনার কারণে এ বছর নৌকাবাইচ উপলক্ষে মেলা বসেনি।

নৌকাবাইচ দেখতে আসা সমুন ও জাহিদুল ইসলাম জানান, তারা সপরিবারে নৌকাবাইচ দেখতে এসেছেন। বাইচ দেখে খুব ভালো লেগেছে। কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা জানান, করোনার কারণে এবার বাইচে নৌকার সংখ্যা কম। তারপরও আনন্দঘন পরিবেশে নৌকাবাইচ প্রতিযোগিতা হচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ