• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চলে গেলেন চিত্রপরিচালক আমজাদ হোসেন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮  

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আমজাদ হোসেন আর নেই। শুক্রবার(১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান তিনি (ইন্নালিল্লাহি... রাজিউন.)।

খবরটি  নিশ্চিত করেছেন তার বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। তিনি  বলেন, বাবা চলেন গেছেন আমাদের ছেড়ে। আজ দুপুর ২টা ৫৭ মিনিটে ডাক্তার নিশ্চিত করেছেন। আমি ব্যাংককে যাচ্ছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

তবে আমজাদ হোসেনের লাশ কবে কখন বাংলাদেশে আনা হবে এ বিষয়ে আপাতত কিছুই জানাতে পারেননি তিনি। 

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সপ্তাহে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আমজাদ হোসেনকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। তারও আগে ১৮ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে  রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ৪২ লাখ টাকা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমজাদ হোসেন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তোমার আমার’। এরপর অভিনয় করেন ‘হারানো দিন’ ছবিতে। 

পরিচালক হিসেবে তিনি নিজেকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’,‘প্রাণের মানুষ’,‘সুন্দরী বধূ’,‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’র মতো দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ