• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চীনা ফোনকে টক্কর দিতে নতুন ফোন নিয়ে আসছে ভারতের মাইক্রোম্যাক্স

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০  

ভারতের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড মাইক্রোম্যাক্স এবার নতুন রুপে ফের ফিরতে শুরু করেছে ভারতের বাজারে। এতে করে সুবিধা পাবে সাধারণ মানুষ। চীন বিরোধী মনোভাবের জেরে আগেই শোনা গিয়েছিল একাধিক ব্র্যান্ড ফিরতে শুরু করেছে ভারতের বাজারে।

মাইক্রোম্যাক্স বাজারে আনতে চলেছে নতুন ব্র্যান্ড। যার নাম হবে ‘ইন’। আর বাইরে থাকা আসা ফোনের তুলনায়  এই ফোনের দাম সাধারণের নাগালের মধ্যে থাকবে বলে।

এই ব্র্যান্ডের উপরে মাইক্রোম্যাক্সের তরফ থেকে ৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ভারতের বাজারে দেশীয় কম্পানির বিকাশ ঘটবে। অন্যদিকে বাড়বে কর্ম সংস্থান। তবে এখনই এই নতুন ব্র্যান্ড নিয়ে বিস্তারিত কোন তথ্য সামনে আসেনি।

মাইক্রোম্যাক্সের নতুন ফোনের দাম রাখা হবে ১০ হাজারের মধ্যে। পাশপাশি এই ফোনে থাকবে একাধিক সুবিধা। এই ফোনে থাকবে অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমের সুবিধাও এবং ফোনের ক্যামেরাও যথেষ্ঠ উন্নত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ