• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টিকটকের মতো প্লাটফর্ম চালু করলো ইউটিউব

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

বিভিন্ন গান, সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। গত কয়েক বছরে ভারতে টিকটক ব্যবহারকারী কয়েক কোটি ছাড়ায়। কিন্তু সম্প্রতি দেশটিতে এ অ্যাপ নিষিদ্ধ করা হয়। এ ঘাটতি পূরণ করতে এবার এগিয়ে এলো ইউটিউব।

সোমবার ভারতে ‘ইউটিউব শর্টস’ নামের আলাদা একটি প্লার্টফর্ম লঞ্চ করেছে ইউটিউব। এতে ১৫ সেকেন্ড বা তার কম সময়ে বানানো যাবে ভিডিও। ভারতীয় গ্রাহকরা এটি ব্যবহার করতে পারবেন।

এটা কোনো নির্দিষ্ট অ্যাপ নয়, অ্যানড্রয়েড ফোনে ইউটিউবের মধ্যেই পাওয়া যাবে শর্টস। এতে ভিডিও বানানো অথবা একাধিক ছোট ছোট ভিডিও করে তা জুড়ে দেয়া যাবে। বেশ কিছু ক্রিয়েটার টুলস রাখা হয়েছে শর্টসে, যাতে ব্যবহারকারীদের সুবিধা হয়।

টিকটকের মতোই বেশ কয়েকটি ফিচার রয়েছে ইউটিউব শর্টসে। টাইমার, মাল্টি সেগমেন্ট ক্যামেরা, কাউন্টডাউন, স্পিডের মতো ফিচারস এখানেও মিলবে। এছাড়া ভিডিও গতি নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা, যোগ করতে পারবেন পছন্দমত গান। ইউটিউব লাইব্রেরি থেকেই এ গানগুলো পাওয়া যাবে।

এদিকে ‘ইনস্টাগ্রাম রিলস’ নামের এমন একটি প্লাটফর্ম চালু করেছে ইনস্টাগ্রাম। এটির ফিচার টেস্ট চালু করা হয় জুলাই থেকে। রিলস ফিচারটি টিকটকের থেকে বেশ কিছুটা আলাদা বলে জানা যায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ