• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টেসলা ভারতের বাজারে ঢুকবে ২০২১ সালে : ইলন মাস্ক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

আগামী বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা ভারতে কার্যক্রম শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

‘টেসলাকে চায় ভারত’— এমন লেখা একটি টি-শার্ট পরিহিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করার সেখানে এক মন্তব্যের জবাবে ধনকুবের প্রযুক্তি উদ্যোক্তা মাস্ক লিখেছেন, ‘অপেক্ষা করার জন্য ধন্যবাদ।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতে ইলেকট্রিক গাড়ির ব্যবহার ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রমবর্ধমান আগ্রহের ক্ষণে দেশটির বাজারে কার্যক্রম শুরু করতে যাচ্ছে টেসলা।

ভারতের গাড়ি নির্মাণ খাত মারাত্মক চাহিদা সঙ্কটে ছিল। এর মধ্যে মহামারি করোনার আঘাতে তা হয় মারাত্মক বিপর্যস্ত। বিক্রি বাড়াতে সরকারি সহযোগিতার দাবি জানিয়ে আসছে দেশটির গাড়ি নির্মাতা কোম্পানিগুলো।

ভারত সম্পর্কে কি চিন্তাভাবনা? — গত বছরের মার্চে টুইটারে এক মন্তব্যকারীর এমন প্রশ্নের জবাবে ইলন মাস্ক বলেছিলেন, ‘এই বছরেই সেখানে কাজ শুরু করতে চাই। যদি না হয়, তাহলে অবশ্যই সেটা হবে আগামী বছর।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ