• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দিল্লির কাছে বিধ্বস্ত কোহলির বেঙ্গালুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০  

পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের দারুণ শুরুর পর মিডল অর্ডারে মার্কাস স্টয়নিস ও ঋষভ পন্তের মারকাটারি ব্যাটিং। শেষে দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও আইনরিখ নর্কিয়ার সঙ্গে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের বোলিং। 

সোমবার এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নে দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে গুঁড়িয়ে দিলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। জবাবে দিল্লির বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু। ৫৯ রানের দারুণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় ধাওয়ান-আয়াররা।

দিল্লি ক্যাপিটালসের মার্কান স্টয়েনিস ২৬ বলে ২ ছক্কা ও ৬ চারে অপরাজিত ৫৩ রান করেন। পৃথ্বি’শ করেন ৪২ রান। এ ঠাড়া রিশাব পন্ত ৩৭ ও শিখর ধাওয়ান ৩২ রান করেন।

এরপর ১৯৭ রান তাড়া করতে নামা বেঙ্গালুরুকে চেপে ধরেন দিল্লির বোলাররা। যে ৯টি উইকেটের পতন ঘটেছে বেঙ্গালুরুর সবগুলোই নিয়েছেন দিল্লির বোলাররা। তার মধ্যে কাগিসু রাবাদা ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন।

২টি করে উইকেট নেন অ্যানরিচ নর্টজে ও অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দেন। অপর উইকেটি নেন অশ্বিন।

বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি ৩৯ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে।

ম্যাচসেরা নির্বাচিত হন অক্ষর প্যাটেল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ