• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দিয়াবাড়ীতে সেনা তত্ত্বাবধানে চলছে কোয়ারেন্টাইন প্রস্তুতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

সেনাবাহিনীর তত্ত্বাবধানে উত্তরার ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ীতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের মধ্যে কোয়ারেন্টাইন সেন্টার করার জন্য একটি কম্পাউন্ডে কাজ শুরু হয়েছে।
কোয়ারেন্টাইনের জন্য ঠিক করা মাধবীলতা নামের ওই কম্পাউন্ডের চারটি ভবনে ৮৪টি করে ফ্ল্যাট রয়েছে। মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে। সকাল থেকেই সেখানে ধোয়া মোছা এবং আনুষঙ্গিক জিনিসপত্র আনতে শুরু করে সেনাবাহিনী। তাদের সহায়তা করে রাজউকসহ অন্যান্য সংস্থা। রাজউকের প্রজেক্ট ডিরেক্টর পরিদর্শনে এসে জানান, সব রকম ঝুঁকির কথা বিবেচনা করেই এখানে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রকল্প পরিচালক জানান, সরকারি সিদ্ধান্তে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে ক্যাম্প তৈরি হচ্ছে, ওনারা পারিপার্শ্বিক অবস্থায় দেখবেন। আপনারা যারা বিভিন্ন ভবনে বাস করতেছেন; সে তালিকা আমরা তাদের দিয়েছি। এখানকার বিশেষজ্ঞরা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ