• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

মৌলভীবাজার সীমান্তবর্তী একটি চা-বাগান থেকে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতীবানর উদ্বার করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পারিচালক সজল দেব জানিয়েছেন, সম্প্রতি ধলই সীমান্ত হোসনাবাদ এলাকার ভারত-বাংলাদেশ অংশে কৃষি কাজের জন্য পাহাড়-টিলার বন-জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে।

এতে এ লজ্জাবতী বানরটির বসবাসের সঙ্কট দেখা দেয়াতে লোকালয়ে বেরিয়ে আসে। গত শনিবার রাতে হোসনাবাদ এলাকার হেলাল মিয়ার নামের এক গরিব চাষির ঘরের পাশে বানরটি এসে ঘুরাফেড়া করতে থাকে। এ সময় একটি কুকুর তাকে তাড়া করে। হেলাল মিয়া ঘর থেকে বেড়িয়ে এসে এ বানরটিকে কুকুরের কাছ থেকে উদ্বার করে তার কাছে নিয়ে আসে।

গতকাল হেলাল মিয়া বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এসে সজল দেবকে একটি ভাল্লুক এর বাচ্চা ধরার গল্প শুনায়। সজল দেব আজ ভোরে ধলই সীমান্তের হোসনাবাদ চা-বাগান যান। সেখান থেকে এ লজ্জাবর্তী বানরটিকে উদ্বার করে নিয়ে আসেন।

সজল দেব জানিয়েছেন, বানরটি শারীরিকভাবে ভালো রয়েছে। তবে খাওয়া ধাওয়া সঠিকভাবে না হওয়াতে সে বেশ দুর্বল রয়েছে। তাকে সেবাশ্রুশ্রা দেয়া হচ্ছে।

তিনি জানান, এ নিয়ে তার কাছে চারটি দুর্লভ প্রজাতীর লজ্জাবতী বানর রয়েছে।

শাহ্ অলিদুর রহমান, মৌলভীবাজার, ১৭ ফেব্রুয়ারি ২০২০।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ