• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নিভৃতবাসে উইন্ডিজ ক্রিকেটাররা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুন ২০২০  

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে পৌঁছানোর পর করোনা পরীক্ষা দিতে হয়েছে দলটির খেলোয়াড়সহ সকল সাপোর্ট স্টাফদের। এরপর নিভৃতবাসে রয়েছেন তারা। 

উইন্ডিজ দল ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে পৌঁছানোর পর অধিনায়ক জেসন হোল্ডার, পেসার কেমার রোচ এবং অলরাউন্ডার রাকিম কর্নওয়ালকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা যায়। তাদের সেই ছবি পোস্ট করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড লিখেছে, ‘আপনাদের ইংল্যান্ডে স্বাগতম জানাই। আমরা খুব খুশি। টেস্ট সিরিজ শুরু হওয়ার তর সইছে না।’

বিশেষ বিমানে করে ৩৯ জনের বড় দল নিয়ে ইংল্যান্ডে উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আসার আগে দলের প্রত্যেকেরই এক দফা করোনা টেস্ট করা হয়। এছাড়া সাউদাম্পটন টেস্ট শুরুর আগে আরো একবার সবার কোভিড-১৯ টেস্ট করা হবে বলে জানানো হয়েছে।

আগামি ৮ জুলাই সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে সফরের প্রথম টেস্ট শুরু হবে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হবে সিরিজের বাকি ২ ম্যাচ। এই টেস্ট সিরিজটি প্রথমে জুনে হওয়ার কথা ছিল। ভেন্যু ছিল ওভাল, লর্ডস এবং এজবাস্টন। কিন্তু করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে যায়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ