• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

পাকা চুল উঠালেই মাথায় টাক পড়ার ঝুঁকি বাড়বে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ জুলাই ২০২০  

অল্প বয়সে অনেকেরই চুলে পাক ধরতে শুরু করে। বিভিন্ন কারণে অল্প বয়সে চুল পাকতে পারে। সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পেকে থাকে।

হজমের সমস্যা বা লিভারের সমস্যার ফলেও চুল অকালে পেকে যেতে পারে। অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তি বোধ করেন। তাই পাকা চুল বেছে বেছে তুলতে থাকেন অনেকেই। তবে এভাবে পাকা চুল তুলে ফেললে চুলের কতটা ক্ষতি হয় জানেন?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এভাবে বেছে বেছে পাকা চুল তুলতে থাকলে চুলের বৃদ্ধি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। এক্ষেত্রে মার্কিন হেয়ার রেস্টোরেশন সার্জন রবার্ট ডোরিন বলেন, আমরা যখন মাথা থেকে বেছে বেছে পাকা চুল তুলি তখন চুলের কিছুটা হলেও ক্ষতি হয়।

এতে চুলের বৃদ্ধির গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। ফলে নতুন চুল গজালে তা আগের তুলনায় রুক্ষ হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে নতুন চুল নাও গজাতে পারে। তাই অল্প বয়সে চুল পেকে গেলে সেই অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেতে পাকা চুল না তোলাই মঙ্গল।

কারণ পাকা চুল উঠাতে গিয়ে উল্টো মাথায় টাক পড়ে যাওয়াটা মোটেই কাঙ্খিত নয়। এছাড়াও বাজার চলতি রাসায়নিক যুক্ত হেয়ার ডাই ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে চুল কালো করুন বিভিন্ন ঘরোয়া উপায়ে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ