• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রথমার্ধে গোলের দেখা পায়নি পিএসজি-বায়ার্ন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোলশূন্য সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। পর্তুগালের লিসবনে ইউরোপের সেরা ক্লাব হওয়ার লড়াইটি  শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত একটায়।

শুরু থেকেই আক্রমণের যায় পিএসজি ১৯ মিনিটে নেইমারের ব্যর্থতায় গোল মিস করে দলটি। এমবাপের কাছ থেকে ডি বক্সে বল পেয়ে জালে জড়ানোর চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

ম্যানুয়াল ন্যুয়ার এক পা ধরে দিয়ে কোনোমতে বলটা ফেরান। পরমুহূর্তেই টাচলাইন থেকে ফের বলটা আলতো ছুঁয়ে তুলেছিলেন নেইমার, এবারও ন্যুয়ারে রক্ষা।

২২ মিনিটে দুর্ভাগ্য বায়ার্নের। রবার্ট লেভানডোস্কির ডি বক্সের মধ্য থেকে নেয়া মাটি কামড়ানো শট লেগে যায় পোস্টে। পরের মিনিটেই সংঘবদ্ধ আক্রমণে ফের সুযোগ ছিল পিএসজির। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়ার চেষ্টা একটুর জন্য পোস্টের ওপর দিয়ে চলে যায়।

৩২ মিনিটে বায়ার্নের সহজতম সুযোগটি নস্যাৎ করেন কেইলর নাভাস। জিনাব্রির ক্রস থেকে ডি বক্সে উড়ে আসা বল গোলরক্ষকের একদম সামনে থেকে হেড করেছিলেন লেভানডোস্কি, নাভাস ঠিকই বলটা ধরে ফেলেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সহজ সুযোগ নষ্ট করেন এমবাপে। আন্দার এরেরার পাস থেকে মাত্র ১০ গজ দূরে বল পেয়েও গোলরক্ষক বরাবর মেরে দেন ফরাসি স্ট্রাইকার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ