• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ফেসবুকে যখন পোস্ট করলে বেশি ‘রিঅ্যাকশন’ পাবেন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ জুন ২০২০  

ফেসবুকে ভালো পোস্ট দিয়েও অনেকে তেমন একটা সাড়া পাননা। আবার অনেকের গুরুত্বহীন স্ট্যাটাসেও লাইক দিতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে! এ কারণে অনেককেই বন্ধুদের আড্ডায় শুনতে হয়, ‘কিরে, তোর পোস্টে এত রিঅ্যাকশন পড়ে কীভাবে?’

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে রিঅ্যাকশন পেয়ে খুশি হতে চান অনেকেই। তাদের জন বাস্টল ডটকম একটি উপায় বাতলে দিয়েছে। প্রতিষ্ঠানটির মতে, সঠিক সময়ে পোস্ট করলে বেশি রিঅ্যাকশন পাওয়া যায়।

প্রতিষ্ঠানটি চার মাস ধরে ১৪ কোটির বেশি পোস্টের শত কোটি লাইক বিশ্লেষণ করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন অনুসারে, সবচেয়ে বেশি লাইক পাওয়া যায় সপ্তাহের কাজের দিনেগুলোতে- সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে।

এরপর দুই ঘণ্টা লাইকের স্রোতে ভাটা থাকে বলা যায়। এই সময়ে অনেক মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খানিকটা দূরে থাকেন। ফের সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে আপনি লাইকের জোয়ার ধরতে পারবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ