• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটে কৃষকের ধান কাটছে ছাত্রলীগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

বাগেরহাট ২ আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশে স্বেচ্ছাশ্রমে গরিব, হত দরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকালে একযোগে বাগেরহাট সদর উপজেলার ১০ টি ইউনিয়নে কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
এদিকে দেশের এই সংকটের সময় বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেওয়ায় খুশি এলাকাবাসী ও কৃষকরা।
কৃষক নজরুল শেখ ও এনামুল কবির বলেন, করোনা পরিস্থিতিতে অনেক কষ্টের ধান পেকে গেছে। একদিকে কাল বৈশাখীর ছোবলের ভয়, অন্যদিকে জমিতে লবণ পানি উঠা শুরু করেছে। সেই মুহূর্তে ধান কাটার শ্রমিক না পেয়ে আমরা চিন্তিত ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কেটে দেওয়ার কথা বলেন। সকালে এসেই ধান কাটা শুরু করেন। আমরা খুবই আনন্দিত। এভাবে সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসার জন্য আহবান জানান কৃষকরা।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় ভাইয়ের নির্দেশনা ও জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান আল সুলতান ওশানের অনুপ্রেরণায় আমরা একযোগে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে ধান কাটার উদ্যোগ নিয়েছি।
বাগেরহাট জেলায় এবছর ৫২ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যার লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৩ হাজার মেট্রিকটন ধান।
 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ