• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ল দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। তাই তীব্র গরমে দেশবাসীকে স্বস্তি দিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার চেষ্টা রয়েছে তাদের। এরই ধারাবাহিকতায় দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।

সোমবার রাত ৯টায় সারাদেশে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন। এর আগে, ১০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ