• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারতে গত ১১ বছরে সর্বনিম্ন আর্থিক প্রবৃদ্ধি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মে ২০২০  

গত ১১ বছরে সর্বনিম্ন আর্থিক বৃদ্ধি হয়েছে ভারতে। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ গত অর্থবছরের শেষ ত্রৈমাসিকে আর্থিক প্রবৃদ্ধির হার ছিল মাত্র ৩ দশমিক ১ শতাংশ। এই তিন মাসের শুধুমাত্র শেষ সাত দিন লকডাউন ছিল।

দেশটির সরকারি পরিসংখ্যান এ তথ্য জানিয়েছে। গত আর্থিক বছর ২০১৯-২০ সালে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২শতাংশে আটকে থেকেছে। ২০০৮ সালের মন্দার পরে গত ১১ বছরে আর্থিক প্রবৃদ্ধি এত নীচে নামেনি দেশটিতে।

ভারতে নোটবাতিলের আগে ২০১৬-১৭ সালে ৮ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির কার্যত অর্ধেক এটি। সরকারি হিসেব অনুযায়ী, ২০১৯-২০ সালের রাজকোষ ঘাটতিও ৩ দশমিক ৮ শতাংশের লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখতে পারেনি সরকার। সেটি ৪ দশমিক ৫৯ শতাংশে গিয়ে ঠেকেছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চের মধ্যরাত থেকে ভারতে লকডাউন জারি হয়। জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের ৯১ দিনের মধ্যে ৭ দিনের লকডাউনেই প্রবৃদ্ধির হার ৩ দশমিক ১ শতাংশে নেমে আসে।

এ বিষয়ে সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, এ থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি সরকার কেমন অর্থনীতি পরিচালনা করছে। গোটা এপ্রিল-মে মাসের লকডাউনের পরে অর্থনীতি কোন তলানিতে ঠেকেছে, তারও ইঙ্গিত মিলেছে এতে।

শিল্প মন্ত্রণালয়ের পরিসংখ্যান জানিয়েছে, এপ্রিল মাসে ৮টি প্রধান পরিকাঠামো ক্ষেত্রের উৎপাদন ৩৮ দশমিক ১ শতাংশ কমেছে।

অর্থনীতিবিদেরা বলছেন, পরিসংখ্যান মন্ত্রণালয়ের তথ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, করোনা সংকট ও লকডাউনের আগে থেকেই অর্থনীতি ধীরে ধীরে এগিয়ে চলছিলো।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ