• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভোটার আইডি কার্ডে কুকুরের ছবি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

ভোটার আইডি কার্ডে মানুষের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হয়েছে। গত মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ২ নম্বর গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথে নতুন ভোটারদের ভোটার আইডি কার্ডে এমন চিত্র দেখা গেছে।

ভোটার আইডি কার্ডে মানুষের ছবির জায়গায় কুকুরের ছবিসহ কার্ড হাতে পান রামনগরের বাসিন্দা সুনীল কর্মকার(৬০)। কার্ড হাতে পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন। তার আইডি কার্ড নম্বর ( WR12007649)।

অন্যদিকে, মন্টু দাস পুরুষ হওয়া পরও ভোটার কার্ডে (আইডি নম্বর BZB2536894) তার স্বামীর নাম মনিরুল শেখ উল্লেখ করা হয়েছে।

নিজের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হওয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল কর্মকার।

তিনি জানান, ‘ভোটার কার্ডে পশুর ছবি দিয়ে আমাকে অপমান করেছে নির্বাচন কমিশন। আমি ফরাক্কা ব্লক নির্বাচন কমিশনের কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করব।’

৪০ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার বিনয় চন্দ্র রায় বলেন, ‘সুনীল কর্মকার গত ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। ৮ জানুয়ারি সেই ফর্ম আমি জমা দিই ফরাক্কা ব্লকের দায়িত্ব প্রাপ্ত জুনিয়র ইঞ্জিনিয়ার রাজা মৈত্রর কাছে। সেখানে দেখা যায় খসড়া ভোটার তালিকায় সুনীল কর্মকারের ছবির জায়গায় কুকুরের ছবি ছাপা হয়েছে। রাজা মৈত্র আমাকে দ্রুত সুনীল কর্মকারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেন। আমি তড়িঘড়ি গিয়ে ছবি এনে রাজা মৈত্রর কাছে জমা দিয়েছিলাম। তারপরেও এত বড় ভুল কী করে হলো ভেবে পাচ্ছি না।’

বিষয়টির সত্যতা স্বীকার করে ফরাক্কার ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাজর্ষি চক্রবর্তী বলেন, ‘বিষয়টি জানার পর খোঁজ নিয়েছি। ভুলে ভরা কার্ডগুলো ডিসেম্বর মাসের আবেদন করা। ফলে এই ত্রুটি দেখা দিয়েছে। গত জানুয়ারি মাসের সংশোধনের জন্য যে আবেদনপত্র জমা পড়েছে সেসব কার্ড এপ্রিল মাসে দেওয়া হবে। তাতে এই ত্রুটি থাকবে না।  ’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ